Tuesday, June 16, 2015

IBAএর VIVA এর প্রস্তুতি

IBA এর viva -এর গুরুত্বপূর্ণ কিছু ফ্যাক্টর হচ্ছে attitude, confidence, body language। একটা কথা বলা হয়ে থাকে, একটা ছাত্র/ছাত্রী যখন রুমে ঢুকেন, তখনই viva panel ডিসিশন নিয়ে ফেলেন তাকে নিচ্ছেন না বাদ দিচ্ছেন । সো আপনার ফার্স্ট ইম্প্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ । আরেকটি Important ইস্যু হচ্ছে ভালোভাবে ইংরেজী বলতে পারা । আপনার Pronunciation যেমনই হোক, Spoken এ ফ্লুয়েন্ট হতে হবে । Viva-তে Technical প্রশ্ন সাধারণত কম আসে । Viva-তে সাধারণত শিক্ষার্থীদের মানসিক শক্তির পরীক্ষা নাওয়া হয়ে থাকে। Mainly দেখা হয়, শিক্ষার্থীরা কতটুকু আত্ন-বিশ্বাসী, মানসিকভাবে কতটুকু শক্তিশালী, কতটুকু প্রেসার নিতে পারে, CV এর দুর্বলদিকগুলো কত ভালভাবে handle করতে ইত্যাদি। 

ড্রেস কোডঃ ছেলেরা ফরমাল শার্ট প্যান্ট পড়বে, অবশ্যই সু পড়ে যাবে । কোর্ট বা ব্লেজার বাধ্যতামূলক না । তবে টাই পড়ে গেলে ভালো । যদি কেউ ধর্মীয় কারনে পাঞ্জাবী-পায়জামাতে অভ্যস্ত থাকেন তাহলে তাই পড়ে যাবেন । এব্যাপারে আইবিএ কোন ডিসক্রিমিনেশন করবে না ইনশাআল্লাহ্‌ ।  

মেয়েদের বেলায় ড্রেসকোড অনেকটা রিলাক্সড । শাড়ী বা সালোয়ার কামিজ যে কোন একটা পড়ে গেলেই হবে । তবে মার্জিত ও শালীন হতে হবে ।

নিচে কিছু কমন Etiquette এর সাজেশন দেয়া হল।

১,  রুমে ঢোকার আগে পারমিশন নেয়া ।
২, রুমে ঢুকে সবাইকে সালাম দেয়া/hello বলা । IBA এর ক্ষেত্রে সালামকে প্রেফার করবো ।
৩, বসতে না বলা পর্যন্ত না বসা।
৪, বসার পর হাত টেবিলের উপর না রেখে হাটুর উপর রাখা । কাগজপত্রের ফাইল থাকলে সেটি হাটুর উপর রাখা ।
৫, কথা বলার সময় হাত না নেড়ে কথা বলা।
৬, কোন প্রশ্ন না বুঝলে সুন্দর করে আবার জিজ্ঞাসা করা, উদাঃ Pardon, May I hear the question again?
৭, কোন প্রশ্ন না পারলে আন্দাজে উত্তর না দিয়ে অথবা না ঘুরিয়ে, পেঁচিয়ে সরাসরি surrender করা । উদাঃ Sorry Sir, I don't know.
৮, যতটুকু জিজ্ঞাসা করা হয় ততটুকু উত্তর দেয়া । নিজের জ্ঞান জাহিরের চেস্টা না করা।
৯,  কথাবার্তা, আচার আচরণে অহংকার বা অতিরিক্ত আত্ন-বিশ্বাস না দেখানো।
১০, কঠিন প্রশ্ন করলে বা উত্তর না জানলে ঘাবড়ে না যাওয়া।
১১,  রুম থেকে বের হবার সময় আবার সবাইকে সালাম দিয়ে বের হওয়া।

আগে থেকে কিছু কমন প্রশ্নের উত্তর রেডি করে যাবেন । তাহলে ভাইভাতে শুবিধা হবে ।

1. Describe Yourself

2. Why do you want to pursue BBA/MBA ?

3.Mention your favorite courses? Least favourite courses? Why?

4.Any Questions from the current topics: Politics, Economics, Sports, Science, Culture . E.g---Tell us about the current GDP of Bangladesh, Inflation Rate, Remittance Flow, about latest innovation etc.

5. Some Key issues/histories/renowned personalities from your home town

6. Personal characteristics that are required for becoming successful in professional life ?

7.What are your strengths and weaknesses ?

8. Why do you want to study in IBA ?

9. Your favorite personality and why do you like him ?

10. Some very basic questions from Verbal & Quantitative: i.e. y=mx is a ................equation.