হেরে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয় । পাহাড়সম হার কে ঢাকতে একটি সফলতাই যথেষ্ট ! সকল পরিস্থিতিতে যে নিজেকে ধরে রাখতে পারে, আশা টিকিয়ে রাখতে পারে, সেই-ই তো আগামীর সফল মানুষ ।।
আমি personally বিশ্বাস করি, ঘর থাকলে তার একটা দড়জাও নিশ্চই থাকবে। আর যদি না-ই থাকে তবে একটা দড়জা নাহয় বানিয়ে নিবো ! তবু হাল ছাড়বো না, কখনো না । বড় একটা লাফ দিতে হলে আমাকে আগে দুই পা পিছিয়ে আসতে হবে, তবেই তো পারবো বড় হতে !
হার লজ্জার নয়, ঘুড়ে দাড়াতে না পারা টা লজ্জার। হারতে শিখুন, জিতবেন আপনিই ।। আমি আপনার মতো পারিনা, তাই বলে আমি খারাপ?? আলোই কি সবকিছু, অন্ধকার কি কিছুই নয়?? সবকিছুতে কি শুধু গতিই কাম্য, স্থিতি কোথাও কাম্য নয়? অবশ্যই ।।
জীবন এক বিচিত্র অংক । এই জীবনের অংকটাকে অনেক ভাবেই, অনেক সূত্রেই সমাধান করা যায়। আপনি মানুষ, আপনিই তো সেরা ! টাকা নেই/ভালো চেহারা নেই/গোল্ডেন res।ult নেই তো কী হয়েছে ! স্বপ্ন আছে তো? ওটাকে বাঁচিয়ে রাখুন। বুক ফুলিয়ে বাঁচুন ।
ALLAH has created you totally different from others i'e you might have something unique,something very special quality...find it..run it. Respect Yourself.
#Hasan Ul Banna
No comments:
Post a Comment