ব্যাংক জব,অনেকেরই একটা স্বপ্ন, তাই না।
শুরুতেই হয়ত ৫০০০০,বছর যেতে না জেতেই হয়ত আরও বেশি বেতন, একটা দামি গাড়ি, সুন্দর একটা বাড়ি, সাথে হয়ত কাছের মানুয টিকে আপন করে পাওয়া, জীবন তো একটাই, একটা সুন্দর জীবন হিসেবে অনেকটাই পারফেক্ট।
আজকে আসুন, আমরা, ব্যাংক জব প্রিপারেশন নিয়ে কথা বলব,
প্রথমেই বলছি, দয়া করে ৬ মাসের জন্য হাতে সময় নিয়ে বসুন, এই সময়ের মধ্যে একমাত্র দরকারি কাজ ছাড়া সব কিছু একটু কম কম করবেন।
বিভিন্ন ব্যাংক জবের পরীক্ষা গুলো পর্যালোচনা করলে দেখা যায় যে নিন্ম লিখিত বিষয় গুলই আসবে,
1. English
2. Math
3. Analytical ability
4.Writing
5. GK(সাধারন জ্ঞান)
আপনি আজকের রাত থেকেই এই ৬ মাসের জন্য মাঠে নামুন। দেখুন, তো ভাগ্যের চাকা কোনদিকে যায়।
১। ইংরেজি এর জন্য ভয় পাওয়ার কিছুই নাই।
বেশি কিছু করতে হবে না। vocabulary এর জন্য word smart part 1 and part 2 শেষ করবেন। এই বইটাতে মাত্র ১৫২৩ শব্দ আছে। আমি বলছি, ৯০% শব্দ আপনি কমন পাবেন। গ্রামার এর জন্য Cliffs TOEFL দেখবেন। আর প্রাকটিসের জন্য barrons SAT থেকে গ্রামারের প্রশ্ন গুলো দেখবেন। আর word based sentence completion এর জন্য আপনি barrons SAT and GRE big book থেকে প্র্যাকটিস করবেন।
এই বই দুটি কিভাবে পরবেন, তার জন্য আমার টাইমলাইনের GRE big book and barrons SAT কিভাবে পড়বেন দেখে নিবেন।
আর এসব কাজের পাশাপাশি প্রতিদিন আধ ঘণ্টা ইংরেজি পত্রিকা পড়বেন। দেখবেন যে কাজ হয়ে গেছে।
২।ম্যাথ এর জন্য আমি বলব saifurs math and জ্যামিতির জন্য NOVA GRE math bible থেকে জ্যামিতি পড়বেন। আর কিছুই করতে হবে না। আর পাশাপাশি বিভিন্ন ব্যাংক এর প্রশ্ন সল্ভ করবেন।
তবে ভাই ও বোন, আপনাদের বলছি, লিখিত ম্যাথ এর জন্য বর্তমানের ৭, ৮, ৯ এর ম্যাথ এর বই গুলই যথেস্ট। তাই এই বই গুলো থেকে ম্যাথ গুলো শেষ করবেন। আর যদি saifurs math টা ভালভাবে করতে পারেন, তাহলে আপনার ৭, ৮, ৯ এর ম্যথ করতে কোন সমস্যা হবে না, I think.
3. Analytical এর জন্য সাইফুরস এর analytical ability এর বইটা দেখবেন। খুব সহজ ভাবে দেয়া আছে। মুলত এগুলি সব GRE big book থেকে নেয়া, তার মানে ওই বইটা আপনার পড়া হচ্ছে। আর critical reasoning এর জন্য offical gmat 14th edition থেকে পড়বেন। মাত্র ২০৪ টা আছে। বুঝে বুঝে করলে আপনাকে আর কে পায়।
৪। রাইটিং এর জন্য কিছুই করতে হবে না। আপনি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করবেন, কেবল মাত্র ২ page লিখবেন। এবং সেটা অবশ্যই সমসাময়িক ইস্যু নিয়ে, যেমন ধরুন, রাশিয়া এখন যা করছে, তার উপর লিখবেন, এখন আবার চীন ও বাংলাদেশের সম্পর্ক নতুন দিকে মোড় নিচ্ছে। এগুলি নিয়ে লিখতে পারেন। তবে ভাই, যদি লেখার মধ্যে আপনি সংখ্যা গত তথ্য দিতে না পারেন, you will receive nothing. তাই, যতটা পারুন, আপডেট হবেন, যেমন ধরুন বর্তমানে আমাদের জিডিপি কত? কোথা থেকে কত % আসে। খুব বেশি পারতে হবে না।
৪। GK নিয়ে নো টেনশন, কেবলমাত্র বাংলা পত্রিকা গুলির উপর চোখ বুলালেই হবে। তবে এর পাশাপাশি আজকের বিশ্ব থেকে বেসিক এর বিষয় গুলী একটু ভাল ভাবে দেখে নিবেন। কে পায় আপনাকে।
তাহলে আর কি টেনশন, আজ থেকেই মাঠে নামুন। আর দিন ঠিক করুন, কবে থেকে প্রিয় মানুষ টার সাথে হারিকেন বাতি, sorrrrrrrrry, মোমবাতি দিয়ে ডিনার করবেন।
নিমন্ত্রন দেবেন কিন্তু।
জীবন একটাই, শেষ হলে আর পাবেন না, তাই যদি আপনার স্বপ্ন হয় ব্যাংক জব, এটাকে বাস্তবায়ন করে দেখান। না হলে আপনার কাছের লোকটাই হয়ত বলবে, দেখস, আমার বান্ধবীর জামাই ব্যাংকার, আর তুমি কি, ভাদাইম্মা, ট্যাংকার। হাহাহাহাহা। জিন্দেগি না মিলেগি দোবারা।
No comments:
Post a Comment