Wednesday, March 9, 2016

ভাইবা নিয়ে ?

কিছু লোক থাকবেই, একটু খুড়িয়ে চলবে, শেষ খেলার আগ পর্যন্ত নিজেকে বের করে আনতে পারবে না, নিজের সবটুকু উজার করে দেয়ার জন্য সব সময় বড় আসরের জন্য অপেক্ষা করে যায়। ফলাফলটা খুব ভয়ংকর, বিপরীত পক্ষ দাবা খেলায় তার সব কিছু খেয়ে ফেলেছে দেখেও শত্রুর অট্টহাসি দেখতে থাকে, আর পরিশেষে সাধারণ সৈন্য দিয়েই খেলা জিতে বলে, আমি দাদা, সামনের সারির যোদ্ধা, এতকিছু তো বুঝি না দাদা, তাই সৈন্য দিয়েই খেলে যেতে ভালবাসি। কারন আমি এতটুকু জানি , ক্ষমতা হয়ত কম, কিন্তু মন্ত্রি বা সৈন্য , দুজনের ই তলোয়ারের ধার সমান।
আর ভাইভা টা হল এই ধরনের একটা গেম। যেখানে প্রশ্নকর্তা যতই মনে করুন না কেন যে সে আপনাকে হারিয়ে দিয়েছে, আপনাকে নিজেকেই প্রমান করতেই হবে। আপনি খুবই সাধারণ একজন মানুষ। কিন্তু আপনাকে প্রমান করতেই হবে যে আপনার তলোয়ারে ধার কম না। 



ভাইভা নিয়ে একটা মেজর সমস্যা হল বোর্ডের সামনে বসে উত্তর দেয়া। বিপরিত দিকের লোকজন কি ভাববে এই নিয়ে ভয়। গলা শুকিয়ে আসা, পারা উত্তর ভুলে যাওয়া। আর এছাড়া উত্তর দিতে গিয়ে তালগোল পাকিয়ে দেয়া। পৃথিবীতে আপনি একজন চরম লুজার যদি আপনি ভাইভা নিয়ে এই প্রব্লেম গুলির মুখোমুখি হয়ে থাকেন। আপনার প্রশ্নকর্তা আপনাকে পাবেন কেবলমাত্র ১৫ মিনিট সময় এর জন্য। এর পর আপনার সাথে আর দেখা নাও হতে পারে। তাইনা? 



তাহলে কিসের ভয়। আপনি তো রিটেনে পাস করেই এসেছেন। যোগ্যতা প্রমান না করে কি আপনি এসেছেন? অতএব who care with respect টাইপের একটা মনভাব তৈরি করেন। কাজে লাগবে। ভাইভা বোর্ডে একটা জিনিস সব জায়গাতেই প্রত্যাশা করা হবে আপনার কাছ থেকে। টা হল আপনি কতটুকু ফিরে আসতে পারেন। প্রশ্নকরতা আপনাকে বারবার নিচে ছুড়ে মারবে। আর আপনি যদি মাটির তৈরি বল হয়ে থাকেন, আপনি ভেঙ্গে যাবেন। হতে হবে টেনিস বলের মতন। যত জোরে ছুড়ে মারবে, তত বেশি উচুতে উঠে নিজেকে প্রমান করতে হবে। 



ধরেন আপনাকে বলা হল আপনাকে যদি ১ লাখ টাকা দেই আপনি কি করবেন? আপনি হয়ত অনেক ভাল একটা উত্তর দেবেন। কিংবা ধরেন বলা হল আপনি আইবিএ থেকে এমবিএ কেন করতে চান। আপনি হয়ত বলবেন এখান থেকে এমবিএ করলে লাইফ এ কিছুটা নিশ্চয়তা পাব জবের জন্য। ভাল কথা, একটা কথা বলি, একান্তই আমার মতামত, আপনি তো যুবক, যদি এখনি আপনি সেফ থাকতে চান তাহলে যুদ্ধ করবেন কবে। আপনি হয়ত আইবিএতে টিকে যাবেন, কিন্তু বাস্তব জীবনে কি হবে ? অতএব ভিন্নতা আনুন। 



আমাকে বলা হয়েছিল(ভাইভাতে) আপনার তো একটা এমবিএ আছেই, আবার কেন আইবিতে এমবিএ করতে আসছেন। আমি স্যরকে বলেছিলাম, স্যার আমি তো এমবিএ করতে আসিনি। স্যার একটু ভেবে বললেন তাহলে কেন আসছেন। আমি বললাম স্যার আইবিএ একটা value add করবে আমার লাইফে, আমি তো এটার জন্য এখানে এসেছি। আমি বলেছিলাম 



sir I think IBA offers value, status, prestige I am looking for . একই কথা একটু ভিন্ন করে বলেছিলাম।

No comments:

Post a Comment