Friday, March 13, 2015

ভর্তি পরীক্ষার জন্য আসলে কত ভোকাবুলারি শিখতে হয় ?

 আইবিএ বা ঢাবির ইএমবিএ বা বিআইবিএম এর জন্য যারা প্রস্তুতি নিতে চায় বা নেয় তাদের অনেকের কাছ থেকে একটা খুবই প্রচলিত প্রশ্ন পাই “ভাই কত শ/ হাজার ভোকাবুলারি শিখতে হয়?” অনেকে অনেক উত্তর দেয় কিন্তু আমি যা বলি তা শুনে অনেকেই হয় হতাশ হয় নাহয় নাকছিটকায় । আরে ভাই ইংরেজি শব্দের সীমা-পরিসীমা কম নাকি ? অভিধান মুখস্ত করা কি সম্ভব ? তাহলে উপায়? অনেকে বলে ব্যারন্স ভোকাবুলারি পড়তে । কিন্তু অনেকের পক্ষেই এলফাবেটিক্যালি শত শত শব্দ শেখা অনেক বিরক্তিকর  এবং ভুলে যাওয়ার সম্ভাবনা ৯০-৯৯% । তাছাড়া আইবিএর বা ঢাবির ইএমবিএর recent পরীক্ষাগুলোতে ভোকাবুলারির ভুমিকা ছিল খুবই সামান্য। তাই টেনশন করার কোন কারন নাই। অনেককে চিনি যারা আইবিএতে পড়ছে কিন্তু ভর্তি পরীক্ষার জন্য ৫০০ শত শব্দও শিখে নাই ! তাহলে কিভাবে সম্ভব হল?  কবি তো এখানেই নীরব,কিন্তু আমি নীরব না। আজকে থেকে এই প্রশ্ন না করে আমি যা বলছি তা করার চেষ্টা করেন, ভাল ফল আশা করতে পারেন ।

১। প্রথমে বিগত বছরের প্রশ্নগুলো থেকে সব অজানা শব্দওগুলো শিখে ফেলুন ।

২। তারপর কিছু কমন টপিক এর নাম লিস্ট করেন যেমনঃ আবেগ,সুখদুঃখ,হাসিকান্না, রাজনীতি,অর্থনীতি,পড়ালেখা, পরিবেশ, সমাজ , গ্রহন-ত্যাগ, খাদ্য , রাগ ,আইন ইত্যাদি । তারপর এক একটা টপিক এর যত গুলো সম্ভব  শব্দ এক জায়গায় করেন। শব্দগুলোর পাশে উদাহরণ লিখে রাখতে পারলে আরো ভালো ।( ভোকাবিল্ডার  ফরহাদ হোসেন মাসুম/ ব্যারনস/ওয়ার্ড স্মার্ট বা অন্য যে কোন কিছু থেকে সাহায্য নিতে পারেন।তবে ভোকাবিল্ডার থাকলে লিস্ট বানানোর ঝামেলা থাকবে না) । লিস্টটা বানাতেই যা কষ্ট , পড়ার সময় খুব সহজ মনে হবে । যেমন

Restrain: refrain, abstain, suppress, inhibit, subdue, stifle  etc
Scold  : rant, rail, reproach, chide, admonish  etc


আবার কিছু শব্দ আছে যাদের noun/verb  অনুযায়ী ভিন্ন অর্থ থাকে । তাই  শব্দ  শিখার সময় ঐ ভিন্নার্থটা খুজে পড়লে আরো ভালো হবে । যেমন :

Countenance(noun): মুখভাব/ চেহারা ।
Countenance(verb): সমর্থন দেওয়া ।

Founder(noun): প্রতিষ্ঠাতা ।
Founder(verb): পরাজিত হওয়া/ ডুবে যাওয়া ।

Cow (noun): গরু ।
Cow(verb): ভয় দেখানো ।

Husband (noun): স্বামী ।
Husband (verb): পরিমিতভাবে ব্যাবহার করা ।

এর মাঝে আর একটা কাজ করেন কিছু শব্দ আছে যাদের বানান খুব কাছাকাছি আবার অর্থ ভিন্ন সেইশব্দ গুলোর জন্য আরেকটা লিস্ট করতে পারেন। যেমন:

Revoke -বাতিল করা ।
Provoke -রাগানো ।
Invoke - আবেদন করা ।
(ছন্দ বানিয়ে নিতে পারেন , ছুটির জন্য Invoke করলাম আর স্যার  provoke হয়ে revoke করে  দিলো)

Inveigh- আক্ষেপ করা / গালি দেওয়া ।
Inveigle- মিষ্টি কথায় ভোলানো ।
(প্রেমিক/প্রেমিকাকে   inveigh না করে  inveigle  কর )

Impugn- বিরোধিতা করা ।
Impunity- দণ্ড থেকে মুক্তি ।

Demure-গম্ভীর ।
Demur- দ্বিধা করা ।

এভাবে কিছুদিনেই মোটামুটি একটা লেভেল এ পৌঁছে যাবেন আবার মনেও থাকবে। দেখবেন আপনার মাঝে একটা আত্ববিশ্বাস চলে আসবে ।

এখন আপনি যদি ভাবেন না আমি আরও এডভান্স হব তাহলে নিজেকে পরীক্ষা করতে ও এগিয়ে নিতে ৩ নং টিপস অনুযায়ী কাজ করুন।

৩। তারপর  জিআরই বিগ বুক এর  Synonym-Antonym , Analogy  গুলো থেকে যতগুলো সম্ভব প্র্যাকটিস করুন । অজানা শব্দগুলো  dictionary  দেখে শিখে নিন । 


ব্যাস , এখন অল্প কিছুদিন এর মধ্যে আপনি দেখতে পাবেন যে  ভর্তি পরীক্ষার ভোকাবুলারি সম্পর্কিত  সমস্যাগুলো নাটকীয়ভাবে কমে গেছে ।

আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে, শব্দ শিখার সময় ইংরেজি থেকে ইংরেজিতে অর্থ শিখলে পারলে খুবই ভালো হবে।কারন অনেক বাংলা আছে যার ইংরেজি সহজ । আর একটা শব্দ শিখার সাথে সাথে একটা sentence  বানিয়ে অনুশীলন করতে হবে ।  দৈনন্দিন চলাফেরা করার সময় নতুন নতুন জানা শব্দগুলো  ব্যাবহার করুন । Bangla Academy Dictionary টা English to Bangla শব্দের জন্য চমৎকার । WordWeb English to English(very very helpful ) টা খুবই ভালো। কারন এতে প্রতিটা শব্দের parts of speech, Sentence example, Synonym  আছে  । আর অনলাইন অভিধান এর মধ্যে অন্যতম সেরা হল www.vocabulary.com (much effective) । এখানে সুন্দর করে , সহজভাবে অর্থ দেওয়া থাকে ।

(বিদ্রঃ আপনি আপনার সাধ্যমত যত বেশি শব্দ আয়ত্ত্ব করতে পারেন,করেন কারন যত বেশি শব্দ শিখবেন ততই লাভ,শব্দ শিখায় কন ক্ষতি নাই ।এই টিপস সুধু যারা প্রশ্নটি করেন তাদের জন্য।)

BOOKS REQUIRED FOR THE PREPARATION OF MBA ADMISSION TEST

MATH:
1.(for algebra only) manhattan GRE/Nova's GRE math bible(either one.to  
me,manhattan is better).
2. (for arithmetic: only) saifur's math.
3. Geometry(only examples) saifur's geometry.
4.arifur rahman's shortcut math for MBA (this is very effective.but you
need not to memorize all the formulas.you have to select maths that are
important for you in theexam.if you want to memorize all then you will
forget before exam)
5.previous 10/20 years math question

ANALYTICAL::1.saifur's puzzle
2.saifur'scritical reasoning
3.official GMAT(only data sufficiency& if possible-critical reasoning)
4.GRE big book(for puzzle)

ENGLISH:
1.for grammatical rules: cliff's TOEFL
2.common mistakes in English(if you are good in english then it's not needed)
3.saifur's Grammar(there are several questions here.practice from this.this  is very  effective)
4.analogy::saifur's analogy
5.previous year question (solve
English part of previous year question as if you were in the exam hall
& judge whether you are prepared for the test)
6. VOCABULARY::(MOST IMPORTANT) BARRON'S 3500(all of the words are
 not needed.you have to select which are important )
 or some people follow WORDSMART instead of barron

Written: Cambridge IELTS books or any types of IELTS book

IBA এর MBA সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য

১। IBA -এর MBA - এর written test - এ কী কী থাকে ?

Answer : MBA - এর written test -এ ৪টি section থাকে ।
1. Math Section
2. Analytical Section
3. Verbal Section
4.Writing
IBA- এর MBA -এর ভর্তি পরীক্ষা হলো TOEFL , SAT , GRE ও GMAT এর একটি মিশ্রণ । এগুলোর question follow করে MBA - এর প্রশ্ন তৈরী হয় । প্রিপারেশন শূরুর আগে IBA সম্পর্কে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য কারো সাথে কথা বলে নেয়া উচিত ।


২। বয়স , Year loss , বিভাগ , প্রভৃতির কোনো বাধা MBA - তে আছে নাকি ?

Answer : IBA - এর MBA , Evening MBA (DU) প্রভৃতি ভর্তি পরীক্ষা দেয়ার ব্যাপারে আপনার বয়স , year loss , SSC/HSC পাশের বছর , Science / Arts / Commerce প্রভৃতির কোন বাধা নেই ।


৩। IBA-এর MBA-তে ভর্তির নূন্যতম যোগ্যতা কি ?

Answer : অনেকেই এই ধারণা যে , Simple পাস কোর্স করে অথবা National University থেকে degree নিয়ে DU-এর IBA-এর MBA-তে ভর্তি হওয়া যায় না । আসলে , IBA-র MBA-তে ভর্তি পরীক্ষা দেয়ার Minimum প্রয়োজনীয় যোগ্যতা হলো SSC,HSC,HONS মিলিয়ে 7 (seven) points এবং একটির বেশী তৃতীয় বিভাগ থাকতে পারবে না ।


৪। IBA-র MBA-তে কতবার পরীক্ষা দেয়া যায় ?

Answer : একটা ভুল ধারণা হলো IBA-র MBA-তে দুই বা তিনবারের বেশী পরীক্ষা দেয়া যায় না । সঠিক তথ্য হল, IBA-র MBA-তে যতবার খুশী পরীক্ষা দেয়া যায়।

৫। প্রশ্নগুলো কী ধরনের হয়ে থাকে ?

Answer: Math- 30 টা question থাকে। ৭ম - ১০ম শেণির general math , অর্থাৎ , simple পাটিগণিত , বীজগণিত এবং জ্যামিতি ; তার মানে higher math বা calculus দরকার নেই । তবে math গুলো একটু critical & time consuming হয়ে থাকে । এখানে main challenge হলো timely Answer করা । এর জন্য দরকার প্রচুর practice & বিভিন্ন ধরনের short-cut নিয়মগুলো জেনে নেয়া ।

Verbal – এ 30 টা question থাকে। grammar , vocabulary , reading comprehension , sentence completion, suffix-prefix, uses of words প্রভৃতি থেকে । verbal এ ১৫-২০% Experimental Question থাকতে পারে । উদাহরণ স্বরূপ ব্লা যায় ৪৮ ও ৪৯ intake exam এ CAT থেকে কিছু question এসেছিল । Verbal part টাই হল সবচেয়ে vital । এটাই আসলে পার্থক্য করে দিবে অন্যদের সাথে আপনার । বাংলা মিডিয়ামের ছেলে-মেয়েরা এই অংশেই ধরা খায় বেশী । তবে সঠিক নির্দেশনা ও বুদ্ধিমত্তার সাথে preparation নিলে খুব ভালো মত সফল হওয়া সম্ভব । Analytical Section – ১৫-২০ টা থাকে। এখানে GRE এর পুরনো pattern er আদলে Puzzle থাকে । আর GMAT এর Critical Reasoning থাকে । এই Part টাও অনেকের মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়ায় । কারন এই জিনিসগুলোর আমাদের অনেকের কাছেই একেবারে নতুন । Puzzle & Critical reasoning সহজ ও কার্যকরীভাবে solve করার technique গুলো না জনলে যেমন অনেক সময় লেগে যাবে তেমনি ভুল হবার সম্ভাবনা শতকরা ৯০ ভাগ । এগুলো করার সহজ উপায়গুলো অভিজ্ঞ কারো কাছ থেকে জেনে নেয়ার পরামর্শ রইল।

Writing section—২/১ টি থাকবে । paragraph or essay টাইপের । সাধারনত দেশের বা বিশ্বের কোন সমসাময়িক জরুরী বিষয় থাকে অথবা general কোন issue নিয়ে লিখতে বলতে পারে । উদাহরণস্বরূপ বলা যায় ২০১০ সালে এসেছিল Wiki-Leaks এর কার্যক্রম নিয়ে । এরপর এসেছিল আমাদের garments sector এর অস্থিরতা নিয়ে, খাদ্যের ভেজাল দেয়া নিয়ে ইত্যাদি। General section ক্যাটাগরিতে থাকতে পারে যেকোনো issue, যেমন শীতকালের পিঠা, বৃষ্টি দিনের অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে বিভিন্ন সময় এসেছে । এ জিনিসগুলো লেখার Pattern কিন্তু আমাদের গতানুগতিক রচনা বা সারাংশ লেখার মত না । IBA এর writing section এ GRE/GMAT এর Analytical/Issue task এর কিছু নির্দিস্ট নিয়ম মেনে লিখতে হয় । এগুলো সবাইকে জেনে নেয়ার অনুরোধ রইল । অন্যথায় Marks কাটা যেতে পারে ।


৬। বছরে কত বার পরীক্ষা হয় ?

Answer: বছরে এখন ২ বার পরীক্ষা হয়, জুন ও ডিসেম্বর ।


৭। MBA-তে Seat সংখ্যা কয়টি ?

Answer :
জুন সেশনে ফুল টাইমে ৬০ জন নেয়া হয় । ডিসেম্বর সেশনে ফুল তাইম--৬০, পার্ট টাইম--৬০ মোট ১২০ জন নেয়া হয় ।



৮। IBA-তে পড়তে খরচ কতো ?

Answer : Regular full time এ প্রায় ৭০ হাজার টাকা । part-time ১.৩-১.৫ লক্ষ্ । Executive এ ২.২-২.৫ লক্ষ।

৯। MBA শেষ করতে কি রকম সময় লাগে ?

Answer: Full-Time---২ বছর, Part-Time----৩.৫-৫ বছর ।

Memorizing Words...

এই উপায় গুলা অনেকটা ফাজিল টাইপ। কেউ যদি সিরিয়াস মনোভাব নিয়ে পড়ে তাহলে হতাশ হবে।

1) মাঝে মাঝে শব্দ গুলা ভেঙ্গে দিয়ে নিজের মত কোনো meaning বের করাটা খারাপ আইডিয়া না। যেমন Aberration মানে বিপথ গামীতা। যে ভুল পথে যায়। খেয়াল করলে দেখা যাবে Aberration এর মাঝখানে err শব্দটা আছে। এটা মানে মোটামুটি সবাই জানে। এটা দিয়ে মনে রাখা যাতে পারে যে ভুল করলে মানুষ ভুল পথে যায়। তবে শব্দের নিজস্ব root অনুযায়ী formation হয়। আমি যেটা বললাম সেটা root না।

2) আমার কাছে সব থেকে মজার পদ্ধতি হচ্ছে শব্দগুলাকে একসাথে এনে কাউকে চিন্তা করা। যেমন আপনার বন্ধু-বান্ধবের মধ্যে কিপটা বন্ধু নিশ্চয়ই আছে। ফেসবুক থেকে তার একটা ছবি নামান। তার ছবির উপর water marks দিন। লিখুন- Stingy, Miserly, Penny, Pincher, Niggardly, Measly, Skinflint,
Tight-fist, Parsimony, Frugality, Thriftiness - শব্দ না শিখে আর যাবেন কই। আপনার বন্ধুকে তো আর আপনার থেকে ভাল কেউ জানেনা।আর একভাবে এক meaning এর এত গুলা শব্দ যখন এক সাথে আনবেন শেখাটা সহজ হবে।

3)  একই ধরনের শব্দ নিয়ে পাওয়ার পয়েন্টে গিয়ে wall paper বানান। সেটা কম্পিউটারে চিপকায় দেন। ফেসবুক মিনিমাজ করলেই শব্দগুলা চোখে পড়বে। শেখা হয়ে গেলে শব্দ পরিবর্তন করুন।

4) তবে সব থেকে কার্যকরী পদ্ধতি হল আপনার গায়ে লাগা। মনে করেন কোন শব্দ আপনি পাইলেন যেটার মানে আপনি জানেন না। এবারে মনে করুন যতক্ষন পর্যন্ত এটার মানে আপনি জানেননা ততক্ষন পর্যন্ত এই শব্দ আপনাকে মা-বাপ তুলে গালি গালাজ করতেছে। শব্দ আর না শিখে যাবেন কই।

5) সব থেকে বড় ব্যাপার হল ধৈর্য্য। "এই বইলাম আর ব্যারন্স GRE শেষ করলাম" এটা কখনোই হবেনা। অল্প অল্প করে আপনার শেখা শব্দটা ব্যাবহার করতে থাকুন বারবার।

6) পরীক্ষায় শব্দের মানে না জেনেও উত্তর বের করার একটা পদ্ধতি হচ্ছে plus-minus সিস্টেম। শেখার সময় যে শব্দটির মানে ইতিবাচক সেখানে একটা প্লাস দিন। যেটার মানে নেতিবাচক সেটার পাশে মাইনাস দিন। পরীক্ষা হলে "আহা শব্দটা জানি কি ছিল"?- এরকম আফসোসের সময় এটা তাহলে ঠিকি মনে থাকবে শব্দটা + না - , তাতে যা লাভ হবে তা হল, Antonyms বের করতে হলে মূল শব্দ পজিটিভ হলে এনসার অপশনে নেগাটিভটা খুঁজুন। আর Synonyms চাইলে পজিটিভটাই খুঁজুন। এটা হল শব্দ পুরাপুরি না জেনেও পরীক্ষায় পারার একটা পদ্ধতি। একটা ব্যাপার মনে রাখবেন আপনি যতই জানেন না কেন পরীক্ষা হলের efficiency ভিন্ন ব্যাপার। সেখানে কেউ দেখতে আসবেনা কিভাবে পারলেন।

  

আইবিএ এর নিয়মিত (Regular ) এমবিএ ভর্তি পরীক্ষায় কি কি থাকে?

ভর্তি পরীক্ষা দুই অংশে বিভক্ত - ১। লিখিত পরীক্ষা ও ২। ভাইভা
১। লিখিত পরীক্ষা
i ) MCQ ................৭৫-৮০  নম্বর , ৯০ মিনিট
ii) লিখিত অংশ......... ২০-২৫ নম্বর  , ২০-৩০ মিনিট

i ) MCQ : এই অংশে তিন প্রকার প্রশ্ন থাকে ।

ক) ইংরেজি ভাষা ................ ৩০ টি
খ) অংক ............................. ৩০ টি
গ) এনালাইটিকাল অ্যাবিলিটি ....১৫-২০ টি
..........................................................
       MCQ  তে  মোট   প্রশ্ন  = ৭৫-৮০ টি

ক) ইংরেজি ভাষা :
এই অংশে সাধারণত Reading Comprehension , Grammar , Vocabulary সম্পর্কিত প্রশ্ন করা হয় । প্রশ্নগুলো পারতে হলে ইংরেজিতে খুবই ভালো দক্ষতা থাকতে হয় । এক্ষেত্রে GRE, GMAT, SAT ইত্যাদির বইগুলো সহায়ক হয় ।

খ) অংক :
এই অংশের মোট ৩০ টি প্রশ্নএর মধ্যে ২৫ টি অংক থাকে আর ৫ টি Data sufficiency ( বিশেষ এক প্রকার অংক) থাকে । আবার কোন কোন বার Data sufficiency নাও থাকতে পারে , সেক্ষেত্রে ৩০ টিই অংক থাকে । অংকগুলো সাধারণত স্কুল পর্যায়ের । সামান্য কিছু অংক থাকে এইচএসসি পর্যায়ের ( সমাবেশ-বিন্যাস , সম্ভাব্যতা ) । ক্যালকুলেটর ব্যাবহার করতে দেওয়া হয় না । তাই হাতে হাতে চটপট হিসাব করা জানা থাকলে ভালো হয় । এখানেও GRE, GMAT, SAT এর মতো অংক আসে ।

গ) এনালাইটিকাল অ্যাবিলিটি : এই অংশে সাধারণত দুই ধরনের প্রশ্ন থাকে ।

পাজল:
কিছু সুত্র দিয়ে একটা ঘটনা দেওয়া থাকবে ১০-১৫ লাইনের ।তারপর ঐ ঘটনার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন দেওয়া থাকে । আপনাকে তার সমাধান করতে হবে । এ রকম দুইটা বা তিনটা পাজল থাকে আর এই অংশে মোট ১০-১২ টা প্রশ্ন থাকে ।

ক্রিটিকাল রিজোনিং :
এই অংশে ৩-৫ টা প্রশ্ন থাকে । কিছু ঘুরানো-প্যাঁচানো কথাবার্তা দিয়ে কয়েক লাইনের একটা অংশ থাকে । আপনাকে যুক্তি খাটিয়ে উত্তর বের করতে হবে ।

ii ) লিখিত অংশ :
পরীক্ষা শুরু হওয়ার ঠিক ৯০ মিনিট পরে আপানার কাছ থেকে MCQ এর উত্তরপত্র নিয়ে নেওয়া হবে । তারপর লিখিত অংশ শুরু করতে বলা হবে । এই অংশে সাধারণতদুইটি প্রশ্ন থাকে ; একটা paragraph আর একটা essay লিখতে বলা হয় । কখনও কখনও Paragraph এর জন্য কিছু শব্দ দেওয়া হয় এবং ঐ শব্দগুলো Paragraph এ ব্যাবহার করতে হয় । এখানে নির্ভুল বানান আর শুদ্ধভাবে লিখতে পারাই আসল বিষয় । আপনি কি পরিমান তথ্য উপস্থাপন করলেন সেটা কোন বিষয় না।

২। ভাইভা:
সাধারণত লিখিত পরীক্ষায় অংশ নেয় ২/৩ হাজার জন । লিখিত পরীক্ষার ১০/২০ দিনের মধ্যে ফলাফল দেওয়া হয় । প্রাথমিকভাবে ৯০/১০০ জনকে নির্বাচিত করা হয় । ফলাফল দেওয়ার ৪/৫ দিনের মধ্যে ভাইভা নেওয়া হয় । ভাইভা সম্পূর্ণ ইংরেজিতে । উচ্চারণগত ভুল ধরা হয় না । আপনি কততুকু নির্ভুল ইংরেজি বলতে পারেন এবং কিভাবে বিভিন্ন প্রশ্নের যৌক্তিক ও বুদ্ধিভিত্তিক উত্তর দিতে পারেন সেটা পরীক্ষা করা হয় । ভাইভা সাধারণত ৫-১০ মিনিট এর হয়ে থাকে । ভাইভার ৩/৪ দিন পর ৫৫-৬০ জনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এবং ২/৩ দিনের মধ্যে ভর্তি হতে হয় ।

( এই পরীক্ষায় প্রতি অংশে কমপক্ষে ৫০ - ৬০% নাম্বার পেতে হয় । ধরুন একজন পরীক্ষার্থী ৩০ টা অংক , ৩০ ইংরেজি সঠিকভাবে উত্তর করেছে কিন্তু "এনালাইটিকাল অ্যাবিলিটি " অংশে ৮ টার কম সঠিক উত্তর করেছে তাহলে ঐ পরীক্ষার্থীকে বাদ দেওয়া হবে । আবার ধরুন কেউ অংক , ইংরেজি, এনালাইটিকাল অ্যাবিলিটি -সব অংশেই খুব ভালো করেছে কিন্তু লিখিত অংশে মোট ২০-২৫ এর মধ্যে মাত্র ৮-১০ পায় ( যা ৫০-৬০% এর নীচে ) তাহলে এই পরীক্ষার্থীকেও বাদ দেওয়া হবে । আবার ধরুন কেউ একজন লিখিত পরীক্ষার সব অংশে ভালো নম্বর পেয়েছে তাহলে তাকে ভাইভার জন্য সুযোগ দেওয়া হবে , কিন্তু ভাইভাতে যদি খারাপ করে তাহলে তিনি বাদ পরে যাবেন । আবেদন করার জন্য শুধু  SSC/O-level , HSC/A-level  এবং Honors এ ন্যুনতম  GPA/ CGPA লাগে , ভর্তি পরীক্ষার নাম্বারের সাথে  এইসব রেজাল্ট/নামার/পয়েন্ট যোগ হয় না  )

DU IBA verbal section Preparation Guideline Steps

IBA এর BBA/MBA এর verbal section যে টপিকগুলো প্রধানত আসে তা হলঃ Sentence Completion, Synonyms, Prefix-Suffix, Sentence Correction, Error detection,Reading comprehension। এর মধ্যে ৬০% প্রশ্ন Vocab রিলেটেড, ২০-৩০%গ্রামার, বাকিটুক Reading Comprehension । এর উপর ভিত্তি করে  IBA এর প্রিপারেশনকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায় । Vocab- efficiency, Grammar-efficiency, Reading Efficiency ।

এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই পার্টগুলোতে ভালো করা যায় ...

১। আচ্ছা, আমরা বাংলায় পেজের পর পেজ লিখে যেতেপারি, ঘন্টার পর ঘণ্টা অনর্গল বলে যেতে পারি, কেন ? বাংলা আমাদের মাতৃভাষা তাই ?না, এজন্য না । আমরা পারি কারন, আমরা বাংলাতে ক্রমাগত লিখছি, শুনছি, বলছি, পড়ছি ।ইংরেজীতে ভালো করতে হলে এই ৪টি কাজই Simultaneously করে  যেতে হবে ।আপনি আগামী এক মাস প্রতিদিন ইংরেজীতে মিনিমাম ১ ঘণ্টা করে পড়ুন, ১ঘণ্টা করে  লিখুন, ১ঘন্টা করে  শুনুন এবং ১০ লাইন লিখুন । তারপর ডিফারেন্সটানিজেই টের পাবেন । মনে রাখবেন, There is no short-cut for sustainable development !      

২। Vocabপার্টের Efficiency বাড়ানোর জন্য অনেকেই GRE/GMAT/SAT এর তিন-চার হাজার word মুখস্ত করতে বলেন । এটা আমার কাছে খুবই পেইনফুল মনে হয় । আমি যে কাজটাকরেছিলাম তা হল, Economist/Guardian/NewYork Times থেকে প্রতিদিন কমপক্ষে পাঁচশ word এর আর্টিকেল পড়া এবং এ থেকে যে unknown word গুলো বের হত সেগুলো একটা ডাইরিতে লিখে রাখা । পরবর্তীতে Speaking/Listening/Writing এ সে word গুলো ব্যাবহার করা । এতে word গুলো মনে রাখা অনেক easier হ্যে যাবে ।

৩। গ্রামার পার্টের জন্য Cliff’s Toefl,  Official GMAT Review ভালোমত শেষ করাই যথেষ্ট ইনশাআল্লাহ্‌ । তবে যার Reading Habit যত বেশী থাকবে সে গ্রামারে তত ভালো করবে । তবে একবারে প্রিলি লেভেল থেকে শুরু করতে যাবেন না । যে টপিকগুলো Competitiveএক্সামে বেশী আসে সেগুলো ভালোমত দেখুন ।

৪। আগের বছরের প্রশ্নগুলো বেশী বেশী করে শলভকরা। এতে Question pattern সম্পর্কে একটা ভালো ধারনা পাবেন ।

৫। কখনই ম্যাজিকাল কোন improvement আশা করবেন না, ধৈর্য্য-হারা হবেন না । একটা টাইমলাইন সেট করুন এবং কিছুদিন পর পর নিজের অবস্থা চেক করুন । মনে রাখবেন সাফল্য আসে একই কাজ বারবার করার ফলে ।