Friday, March 13, 2015

আইবিএ এর নিয়মিত (Regular ) এমবিএ ভর্তি পরীক্ষায় কি কি থাকে?

ভর্তি পরীক্ষা দুই অংশে বিভক্ত - ১। লিখিত পরীক্ষা ও ২। ভাইভা
১। লিখিত পরীক্ষা
i ) MCQ ................৭৫-৮০  নম্বর , ৯০ মিনিট
ii) লিখিত অংশ......... ২০-২৫ নম্বর  , ২০-৩০ মিনিট

i ) MCQ : এই অংশে তিন প্রকার প্রশ্ন থাকে ।

ক) ইংরেজি ভাষা ................ ৩০ টি
খ) অংক ............................. ৩০ টি
গ) এনালাইটিকাল অ্যাবিলিটি ....১৫-২০ টি
..........................................................
       MCQ  তে  মোট   প্রশ্ন  = ৭৫-৮০ টি

ক) ইংরেজি ভাষা :
এই অংশে সাধারণত Reading Comprehension , Grammar , Vocabulary সম্পর্কিত প্রশ্ন করা হয় । প্রশ্নগুলো পারতে হলে ইংরেজিতে খুবই ভালো দক্ষতা থাকতে হয় । এক্ষেত্রে GRE, GMAT, SAT ইত্যাদির বইগুলো সহায়ক হয় ।

খ) অংক :
এই অংশের মোট ৩০ টি প্রশ্নএর মধ্যে ২৫ টি অংক থাকে আর ৫ টি Data sufficiency ( বিশেষ এক প্রকার অংক) থাকে । আবার কোন কোন বার Data sufficiency নাও থাকতে পারে , সেক্ষেত্রে ৩০ টিই অংক থাকে । অংকগুলো সাধারণত স্কুল পর্যায়ের । সামান্য কিছু অংক থাকে এইচএসসি পর্যায়ের ( সমাবেশ-বিন্যাস , সম্ভাব্যতা ) । ক্যালকুলেটর ব্যাবহার করতে দেওয়া হয় না । তাই হাতে হাতে চটপট হিসাব করা জানা থাকলে ভালো হয় । এখানেও GRE, GMAT, SAT এর মতো অংক আসে ।

গ) এনালাইটিকাল অ্যাবিলিটি : এই অংশে সাধারণত দুই ধরনের প্রশ্ন থাকে ।

পাজল:
কিছু সুত্র দিয়ে একটা ঘটনা দেওয়া থাকবে ১০-১৫ লাইনের ।তারপর ঐ ঘটনার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন দেওয়া থাকে । আপনাকে তার সমাধান করতে হবে । এ রকম দুইটা বা তিনটা পাজল থাকে আর এই অংশে মোট ১০-১২ টা প্রশ্ন থাকে ।

ক্রিটিকাল রিজোনিং :
এই অংশে ৩-৫ টা প্রশ্ন থাকে । কিছু ঘুরানো-প্যাঁচানো কথাবার্তা দিয়ে কয়েক লাইনের একটা অংশ থাকে । আপনাকে যুক্তি খাটিয়ে উত্তর বের করতে হবে ।

ii ) লিখিত অংশ :
পরীক্ষা শুরু হওয়ার ঠিক ৯০ মিনিট পরে আপানার কাছ থেকে MCQ এর উত্তরপত্র নিয়ে নেওয়া হবে । তারপর লিখিত অংশ শুরু করতে বলা হবে । এই অংশে সাধারণতদুইটি প্রশ্ন থাকে ; একটা paragraph আর একটা essay লিখতে বলা হয় । কখনও কখনও Paragraph এর জন্য কিছু শব্দ দেওয়া হয় এবং ঐ শব্দগুলো Paragraph এ ব্যাবহার করতে হয় । এখানে নির্ভুল বানান আর শুদ্ধভাবে লিখতে পারাই আসল বিষয় । আপনি কি পরিমান তথ্য উপস্থাপন করলেন সেটা কোন বিষয় না।

২। ভাইভা:
সাধারণত লিখিত পরীক্ষায় অংশ নেয় ২/৩ হাজার জন । লিখিত পরীক্ষার ১০/২০ দিনের মধ্যে ফলাফল দেওয়া হয় । প্রাথমিকভাবে ৯০/১০০ জনকে নির্বাচিত করা হয় । ফলাফল দেওয়ার ৪/৫ দিনের মধ্যে ভাইভা নেওয়া হয় । ভাইভা সম্পূর্ণ ইংরেজিতে । উচ্চারণগত ভুল ধরা হয় না । আপনি কততুকু নির্ভুল ইংরেজি বলতে পারেন এবং কিভাবে বিভিন্ন প্রশ্নের যৌক্তিক ও বুদ্ধিভিত্তিক উত্তর দিতে পারেন সেটা পরীক্ষা করা হয় । ভাইভা সাধারণত ৫-১০ মিনিট এর হয়ে থাকে । ভাইভার ৩/৪ দিন পর ৫৫-৬০ জনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এবং ২/৩ দিনের মধ্যে ভর্তি হতে হয় ।

( এই পরীক্ষায় প্রতি অংশে কমপক্ষে ৫০ - ৬০% নাম্বার পেতে হয় । ধরুন একজন পরীক্ষার্থী ৩০ টা অংক , ৩০ ইংরেজি সঠিকভাবে উত্তর করেছে কিন্তু "এনালাইটিকাল অ্যাবিলিটি " অংশে ৮ টার কম সঠিক উত্তর করেছে তাহলে ঐ পরীক্ষার্থীকে বাদ দেওয়া হবে । আবার ধরুন কেউ অংক , ইংরেজি, এনালাইটিকাল অ্যাবিলিটি -সব অংশেই খুব ভালো করেছে কিন্তু লিখিত অংশে মোট ২০-২৫ এর মধ্যে মাত্র ৮-১০ পায় ( যা ৫০-৬০% এর নীচে ) তাহলে এই পরীক্ষার্থীকেও বাদ দেওয়া হবে । আবার ধরুন কেউ একজন লিখিত পরীক্ষার সব অংশে ভালো নম্বর পেয়েছে তাহলে তাকে ভাইভার জন্য সুযোগ দেওয়া হবে , কিন্তু ভাইভাতে যদি খারাপ করে তাহলে তিনি বাদ পরে যাবেন । আবেদন করার জন্য শুধু  SSC/O-level , HSC/A-level  এবং Honors এ ন্যুনতম  GPA/ CGPA লাগে , ভর্তি পরীক্ষার নাম্বারের সাথে  এইসব রেজাল্ট/নামার/পয়েন্ট যোগ হয় না  )

No comments:

Post a Comment