এই উপায় গুলা অনেকটা ফাজিল টাইপ। কেউ যদি সিরিয়াস মনোভাব নিয়ে পড়ে তাহলে হতাশ হবে।
1) মাঝে মাঝে শব্দ গুলা ভেঙ্গে দিয়ে নিজের মত কোনো meaning বের করাটা খারাপ আইডিয়া না। যেমন Aberration মানে বিপথ গামীতা। যে ভুল পথে যায়। খেয়াল করলে দেখা যাবে Aberration এর মাঝখানে err শব্দটা আছে। এটা মানে মোটামুটি সবাই জানে। এটা দিয়ে মনে রাখা যাতে পারে যে ভুল করলে মানুষ ভুল পথে যায়। তবে শব্দের নিজস্ব root অনুযায়ী formation হয়। আমি যেটা বললাম সেটা root না।
2) আমার কাছে সব থেকে মজার পদ্ধতি হচ্ছে শব্দগুলাকে একসাথে এনে কাউকে চিন্তা করা। যেমন আপনার বন্ধু-বান্ধবের মধ্যে কিপটা বন্ধু নিশ্চয়ই আছে। ফেসবুক থেকে তার একটা ছবি নামান। তার ছবির উপর water marks দিন। লিখুন- Stingy, Miserly, Penny, Pincher, Niggardly, Measly, Skinflint,
Tight-fist, Parsimony, Frugality, Thriftiness - শব্দ না শিখে আর যাবেন কই। আপনার বন্ধুকে তো আর আপনার থেকে ভাল কেউ জানেনা।আর একভাবে এক meaning এর এত গুলা শব্দ যখন এক সাথে আনবেন শেখাটা সহজ হবে।
3) একই ধরনের শব্দ নিয়ে পাওয়ার পয়েন্টে গিয়ে wall paper বানান। সেটা কম্পিউটারে চিপকায় দেন। ফেসবুক মিনিমাজ করলেই শব্দগুলা চোখে পড়বে। শেখা হয়ে গেলে শব্দ পরিবর্তন করুন।
4) তবে সব থেকে কার্যকরী পদ্ধতি হল আপনার গায়ে লাগা। মনে করেন কোন শব্দ আপনি পাইলেন যেটার মানে আপনি জানেন না। এবারে মনে করুন যতক্ষন পর্যন্ত এটার মানে আপনি জানেননা ততক্ষন পর্যন্ত এই শব্দ আপনাকে মা-বাপ তুলে গালি গালাজ করতেছে। শব্দ আর না শিখে যাবেন কই।
5) সব থেকে বড় ব্যাপার হল ধৈর্য্য। "এই বইলাম আর ব্যারন্স GRE শেষ করলাম" এটা কখনোই হবেনা। অল্প অল্প করে আপনার শেখা শব্দটা ব্যাবহার করতে থাকুন বারবার।
6) পরীক্ষায় শব্দের মানে না জেনেও উত্তর বের করার একটা পদ্ধতি হচ্ছে plus-minus সিস্টেম। শেখার সময় যে শব্দটির মানে ইতিবাচক সেখানে একটা প্লাস দিন। যেটার মানে নেতিবাচক সেটার পাশে মাইনাস দিন। পরীক্ষা হলে "আহা শব্দটা জানি কি ছিল"?- এরকম আফসোসের সময় এটা তাহলে ঠিকি মনে থাকবে শব্দটা + না - , তাতে যা লাভ হবে তা হল, Antonyms বের করতে হলে মূল শব্দ পজিটিভ হলে এনসার অপশনে নেগাটিভটা খুঁজুন। আর Synonyms চাইলে পজিটিভটাই খুঁজুন। এটা হল শব্দ পুরাপুরি না জেনেও পরীক্ষায় পারার একটা পদ্ধতি। একটা ব্যাপার মনে রাখবেন আপনি যতই জানেন না কেন পরীক্ষা হলের efficiency ভিন্ন ব্যাপার। সেখানে কেউ দেখতে আসবেনা কিভাবে পারলেন।
1) মাঝে মাঝে শব্দ গুলা ভেঙ্গে দিয়ে নিজের মত কোনো meaning বের করাটা খারাপ আইডিয়া না। যেমন Aberration মানে বিপথ গামীতা। যে ভুল পথে যায়। খেয়াল করলে দেখা যাবে Aberration এর মাঝখানে err শব্দটা আছে। এটা মানে মোটামুটি সবাই জানে। এটা দিয়ে মনে রাখা যাতে পারে যে ভুল করলে মানুষ ভুল পথে যায়। তবে শব্দের নিজস্ব root অনুযায়ী formation হয়। আমি যেটা বললাম সেটা root না।
2) আমার কাছে সব থেকে মজার পদ্ধতি হচ্ছে শব্দগুলাকে একসাথে এনে কাউকে চিন্তা করা। যেমন আপনার বন্ধু-বান্ধবের মধ্যে কিপটা বন্ধু নিশ্চয়ই আছে। ফেসবুক থেকে তার একটা ছবি নামান। তার ছবির উপর water marks দিন। লিখুন- Stingy, Miserly, Penny, Pincher, Niggardly, Measly, Skinflint,
Tight-fist, Parsimony, Frugality, Thriftiness - শব্দ না শিখে আর যাবেন কই। আপনার বন্ধুকে তো আর আপনার থেকে ভাল কেউ জানেনা।আর একভাবে এক meaning এর এত গুলা শব্দ যখন এক সাথে আনবেন শেখাটা সহজ হবে।
3) একই ধরনের শব্দ নিয়ে পাওয়ার পয়েন্টে গিয়ে wall paper বানান। সেটা কম্পিউটারে চিপকায় দেন। ফেসবুক মিনিমাজ করলেই শব্দগুলা চোখে পড়বে। শেখা হয়ে গেলে শব্দ পরিবর্তন করুন।
4) তবে সব থেকে কার্যকরী পদ্ধতি হল আপনার গায়ে লাগা। মনে করেন কোন শব্দ আপনি পাইলেন যেটার মানে আপনি জানেন না। এবারে মনে করুন যতক্ষন পর্যন্ত এটার মানে আপনি জানেননা ততক্ষন পর্যন্ত এই শব্দ আপনাকে মা-বাপ তুলে গালি গালাজ করতেছে। শব্দ আর না শিখে যাবেন কই।
5) সব থেকে বড় ব্যাপার হল ধৈর্য্য। "এই বইলাম আর ব্যারন্স GRE শেষ করলাম" এটা কখনোই হবেনা। অল্প অল্প করে আপনার শেখা শব্দটা ব্যাবহার করতে থাকুন বারবার।
6) পরীক্ষায় শব্দের মানে না জেনেও উত্তর বের করার একটা পদ্ধতি হচ্ছে plus-minus সিস্টেম। শেখার সময় যে শব্দটির মানে ইতিবাচক সেখানে একটা প্লাস দিন। যেটার মানে নেতিবাচক সেটার পাশে মাইনাস দিন। পরীক্ষা হলে "আহা শব্দটা জানি কি ছিল"?- এরকম আফসোসের সময় এটা তাহলে ঠিকি মনে থাকবে শব্দটা + না - , তাতে যা লাভ হবে তা হল, Antonyms বের করতে হলে মূল শব্দ পজিটিভ হলে এনসার অপশনে নেগাটিভটা খুঁজুন। আর Synonyms চাইলে পজিটিভটাই খুঁজুন। এটা হল শব্দ পুরাপুরি না জেনেও পরীক্ষায় পারার একটা পদ্ধতি। একটা ব্যাপার মনে রাখবেন আপনি যতই জানেন না কেন পরীক্ষা হলের efficiency ভিন্ন ব্যাপার। সেখানে কেউ দেখতে আসবেনা কিভাবে পারলেন।
wow
ReplyDelete