Friday, March 13, 2015

DU IBA verbal section Preparation Guideline Steps

IBA এর BBA/MBA এর verbal section যে টপিকগুলো প্রধানত আসে তা হলঃ Sentence Completion, Synonyms, Prefix-Suffix, Sentence Correction, Error detection,Reading comprehension। এর মধ্যে ৬০% প্রশ্ন Vocab রিলেটেড, ২০-৩০%গ্রামার, বাকিটুক Reading Comprehension । এর উপর ভিত্তি করে  IBA এর প্রিপারেশনকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায় । Vocab- efficiency, Grammar-efficiency, Reading Efficiency ।

এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই পার্টগুলোতে ভালো করা যায় ...

১। আচ্ছা, আমরা বাংলায় পেজের পর পেজ লিখে যেতেপারি, ঘন্টার পর ঘণ্টা অনর্গল বলে যেতে পারি, কেন ? বাংলা আমাদের মাতৃভাষা তাই ?না, এজন্য না । আমরা পারি কারন, আমরা বাংলাতে ক্রমাগত লিখছি, শুনছি, বলছি, পড়ছি ।ইংরেজীতে ভালো করতে হলে এই ৪টি কাজই Simultaneously করে  যেতে হবে ।আপনি আগামী এক মাস প্রতিদিন ইংরেজীতে মিনিমাম ১ ঘণ্টা করে পড়ুন, ১ঘণ্টা করে  লিখুন, ১ঘন্টা করে  শুনুন এবং ১০ লাইন লিখুন । তারপর ডিফারেন্সটানিজেই টের পাবেন । মনে রাখবেন, There is no short-cut for sustainable development !      

২। Vocabপার্টের Efficiency বাড়ানোর জন্য অনেকেই GRE/GMAT/SAT এর তিন-চার হাজার word মুখস্ত করতে বলেন । এটা আমার কাছে খুবই পেইনফুল মনে হয় । আমি যে কাজটাকরেছিলাম তা হল, Economist/Guardian/NewYork Times থেকে প্রতিদিন কমপক্ষে পাঁচশ word এর আর্টিকেল পড়া এবং এ থেকে যে unknown word গুলো বের হত সেগুলো একটা ডাইরিতে লিখে রাখা । পরবর্তীতে Speaking/Listening/Writing এ সে word গুলো ব্যাবহার করা । এতে word গুলো মনে রাখা অনেক easier হ্যে যাবে ।

৩। গ্রামার পার্টের জন্য Cliff’s Toefl,  Official GMAT Review ভালোমত শেষ করাই যথেষ্ট ইনশাআল্লাহ্‌ । তবে যার Reading Habit যত বেশী থাকবে সে গ্রামারে তত ভালো করবে । তবে একবারে প্রিলি লেভেল থেকে শুরু করতে যাবেন না । যে টপিকগুলো Competitiveএক্সামে বেশী আসে সেগুলো ভালোমত দেখুন ।

৪। আগের বছরের প্রশ্নগুলো বেশী বেশী করে শলভকরা। এতে Question pattern সম্পর্কে একটা ভালো ধারনা পাবেন ।

৫। কখনই ম্যাজিকাল কোন improvement আশা করবেন না, ধৈর্য্য-হারা হবেন না । একটা টাইমলাইন সেট করুন এবং কিছুদিন পর পর নিজের অবস্থা চেক করুন । মনে রাখবেন সাফল্য আসে একই কাজ বারবার করার ফলে ।  

2 comments: