'' আশা করি ভালো আছেন। আমাকে আপনি চিনবেন না, কিন্তু মাঝে মাঝে আপনার পোস্ট দেখে ইচ্ছে করে আপনার সাথে কথা বলি। তাই আজ ভাবলাম একটু শেয়ার করি কিছু কথা যদি আপনার সময় থাকে। ভাইয়া, আমার যুক্তরাষ্ট্রের খুব ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা। শুরু করেছিলাম কিন্তু পারিনি চালিয়ে যেতে। কিন্তু এখন ভাবছি পুরো দমে শুরু করবো। চাকরী করি বলে কিছুই পড়া হয়নি; অল্প অল্প করে ২০০০ শব্দ মুখস্ত করেছিলাম, মাঝে মাঝে পড়ার চেষ্টা করি এখনো, কিন্তু হয় না।। আপনি যদি আমাকে একটু সময় করে বলতেন কিভাবে শুরু করবো আর কিভাবে আমি সামনে আগাবো তাহলে আমার উপকার হতো। ''
একদিন ওকে আসতে বলি মিরপুরে। ২ ঘণ্টা আড্ডা দিলাম ওকে নিয়ে আমার বন্ধুদের সাথে। আর কথার মাঝে মাঝে ওর ইচ্ছা, বর্তমান প্রোফাইল এসব কিছু জেনে নেই। রেজাল্ট ভালো। ৩.৭৯।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ও শুরুটা করেছিল ২০১২-তে। তখন অনার্স সবে মাত্র শেষ হলো। দুই মাস জিআরই পড়ার পর চিরায়িত অসচ্ছল পরিবারের কথা ভেবে জিআরই বাদ দিয়ে চাকরী খুজতে লাগলো। কিছুদিন পর সময় মত চাকরীও পেয়ে গেল। তারপর পেরিয়ে গেলো দেড় বছর। সকাল সন্ধ্যা চাকরীর চিরন্তন সময়জালে আটকে আর কিছুই করা হয়নি। মাঝে মাঝে মোবাইল ফোনে শব্দার্থ পড়তো বাসে অথবা অবসর সময়ে। ইচ্ছাটা ভালো ভাবেই জীবিত ছিল।
কথা শেষে বাসায় নিয়ে গেলাম। প্রস্তুতির কিছু প্ল্যান ছিল আমার কাছে। সব কটা ফটোকপি করে দিলাম। কিছু ল্যাপটপ থেকে বইয়ের পিডিএফ সহ যা যা লাগে দিলাম। শুক্র আর শনিবারটা খুব কাজে লাগাতে বললাম। প্রত্যেক
রবিবারে আমাকে আপডেট দিতে বললাম। তারপর এভাবেই চলে গেলো ৮-৯ মাস। জিআরই পরীক্ষার আগে রাত জেগে জেগে মক টেস্ট গুলো দিত চাকরীর জন্য দিনে সময় নেই বলে। শুক্র শনিবার সারাদিন পড়তো।
রবিবারে আমাকে আপডেট দিতে বললাম। তারপর এভাবেই চলে গেলো ৮-৯ মাস। জিআরই পরীক্ষার আগে রাত জেগে জেগে মক টেস্ট গুলো দিত চাকরীর জন্য দিনে সময় নেই বলে। শুক্র শনিবার সারাদিন পড়তো।
পড়া ,ভুলে যাওয়া, ভেঙ্গে পড়া সব মনে হতো একাকার হয়ে গেছে এক ইচ্ছের কাছে। তারপর জি আর ই পরীক্ষা হলো। ৩২১।
টোফেল হলো এক মাস পর। ১০২। তারপর শুরু হলো ইমেইল করা প্রফেসরদেরকে। কেটে গেলো ১ মাস। ২জন প্রফেসরের পজিটিভ রিপ্লাই পেয়ে আমাকে জানিয়েছিল। আর আজ ভোরে অফিসিয়াল Funded Admission-এর কনফার্মেশন ইমেইল পেয়ে আমাকে জানালো। আর বললো ভাইয়া - ''আমার কোন অনুভূতি নেই। সব কিছু যেন অন্যরকম লাগছে এখন। ''
ও পাশ থেকে আবাগের দরুন জড়িয়ে যাওয়া কথা গুলো শুনতে শুনতে মনে হয়েছিলো - মানুষ প্রতিনিয়ত নিজের সাথে কতই না যুদ্ধ করে। আর মানুষই পারে সেটা জয় করতে। কোন কিছুই কাউকে বেঁধে রাখতে পারেনা বেশী সময়। ধৈর্য, ইচ্ছে, আশা, নিরাশা, আক্ষেপ সব কিছু মিলেই হয়তো একদিন এনে দেয় এক ফোটা স্বপ্ন জয়ের আনন্দ অশ্রু।
#roney