Saturday, April 23, 2016

GRE STORY

ধানমন্ডি থেকে রিকশা নিলাম মিরপুরের দিকে। সাথে এক কাছের ছোট ভাই। সবে মাত্র জিআরই দিল, সাথে IELTS-এ ৮.0 । ''ভাই অনেক আগে থেকে একটা স্বপ্ন ছিল Princeton University-তে পড়বো। জিআরই তে পেলাম ৩১৪। Analytical Writing-এ ৩.৫ । ভাই, স্বপ্নটা বুঝি আর পূরণ হলো না।'' ওর দিকে তাকিয়ে দেখলাম কান্না করে দিবে এমন অবস্থা। ওর মলিন চেহারা দেখে চুপ করে থাকলাম। ওর জন্য খারাপ লাগছিল।
মিরপুর ১০-এ নেমে যাবে ছেলেটা আর আমি যাবো ১১ তে। ওর নেমে যাবার আগে আমি ওকে পিঠে হাত দিয়ে বললাম - ''এখন বাসায় যা, এখন বাজে সন্ধ্যা ৭টা; তুই রাত ১০ টায় Princeton University ওয়েবসাইটে ঢুকবি আর কয়েকজন প্রফেসরকে ইমেইল করবি। ঠিক আছে? '' ছেলেটা রিকশা থেকে নেমে একটু দূরে গেলে আবার ডাক দিয়ে বলি - '' কি?? করবি তো?''
রাত তখন ১২ টা বাজে। হুট করে কল আসলো ফোনে - '' ভাই, ইমেইল করছি। এক প্রফেসর সাথে সাথে রিপ্লাই করছে। আমাকে বললো অ্যাপ্লাই করতে; সে স্টুডেন্ট নিবে এবার। জি আর ই স্কোর নিয়ে কিছু লিখে নাই, কিন্তু Analytical Writing-এ স্কোর কম বললো। বললো ৪.৫ ওদের অ্যাভারেজ স্কোর। ভাই, কি হবে জানিনা; আমি রিপ্লাই পেয়েই খুশি।'' আমি জিজ্ঞেস করলাম কি করবি তাহলে? দিয়ে দে আবার জিআরই নাকি? ফোনের ঐ পাশ থেকে উত্তর আসলো - '' হে হে হে ''।
১ মাস পর। সন্ধ্যে বেলায় ওর ফোন পেলাম - ''ভাই, জিআরই দিয়ে বের হলাম। ৩২৯।'' কিছুদিন পর Analytical Writing ও পেয়ে গেল। 5.5। আমি শুধু বললাম - ''সাবাস !!!''।
Princeton University Admission Process -এ ওর ডিপার্টমেন্ট থেকে ৪ জন এর Short List- এ ঢুকে গেলো ওর নাম। এখন Interview হবে স্কাইপে। কয়েকজন প্রফেসর আর সাথে ক্লাস রুমে থাকবে undergraduate students. সব শেষে কয়দিন পর result আসলো। ওর হলো না আর এতে ওর মনও খারাপ হলো না। ওর প্রফেসর ওকে বললো ওর একটা পেপার থাকলে হয়তো হয়ে যেত।
ও এখন আছে যুক্তরাষ্ট্রের খুব ভালো উঁচু মানের আরেকটা বিশ্ববিদ্যালয়ে। হয়তো প্রিন্সটনে হয়নি , কিন্তু ওর ইচ্ছা শক্তি কতই না কাছে নিয়ে গেল ওকে। ওর কথা মনে পড়লে শুধু মনে হয় - ইচ্ছে পূরণের জন্য মানুষ কত কিছুই না করে !! কত কিছুই না এর মধ্য দিয়ে সে খুজে পায়। স্বপ্ন দেখলে বড়ই দেখা উচিৎ।
''Shoot for the moon. Even if you miss, you'll land among the stars.”― Norman Vincent Peale

No comments:

Post a Comment